এ বছর শান্তরাজ নামের একটি গরুকে চাঁদপুরে সবচেয়ে বড় কোরবানির গরু বলে দাবি জানিয়েছে গরুটির মালিকপক্ষ। তাই এই ষাঁড় গরু দেখতে প্রতিদিনই ভিড় করছেন এলাকাবাসী।
গরুটিকে চার বছর ধরে লালন পালন করছেন চাঁদপুরের ফরিদগঞ্জের মূলপাড়া গ্রামের আমির হোসেন। তিনি জানান, গতবছর ঈদে প্রস্তুত করা হলেও বিক্রি করা যায়নি শান্তরাজকে।
আমির হোসেন জানান, শান্তরাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দিনে দুইবার গোসল করাতে হয়। দেহের পুষ্টি বাড়াতে গরুটিকে দেশি ঘাসসহ ভুসি ও খৈল খাওয়ানো হয়।
গরুটিকে বেশ নিখুঁতভাবে লালন পালন ও কোন প্রকার কেমিক্যাল জাতীয় খাবার খাওয়ানো হয় না বলে জানান গরুর মালিক। তিনি এ বছর গরুটিকে হাটে তুলে দাম চেয়েছেন ১৫ লাখ টাকা।
ক্রেতারা ৭ লক্ষ টাকা বললেও খামার মালিকের না পোষালে বাড়িতে ফিরত নিয়ে আসেন। এখন তিনি ১৫ লাখ টাকা হলেই শান্তরাজকে বিক্রি করে দিবেন বলে জানান।









