দেশজুড়ে চলছে ঈদ আনন্দ। ঈদুল আজহায় পশু কোরবানির ব্যস্ততা থাকলেও, ঈদ আনন্দের কমতি থাকে না। নতুন পোশাক, একে অপরের সঙ্গে কুশল বিনিময় এবং নিমন্ত্রণের মধ্য দিয়ে ঈদ আনন্দের পাশাপাশি তৈরি হয় ভাতৃত্ববোধ। ধর্ম বর্ণ নির্বিশেষে ঈদের এমন মহাত্তে শামিল হন তারকারাও।
এবারের ঈদেও হচ্ছে না ব্যতিক্রম। এক দিন আগে থেকেই ভক্ত দর্শকদের ঈদ শুভেচ্ছা জানাচ্ছেন দেশের তারকারা। তবে অন্যরকম ঈদের শুভেচ্ছা জানালেন দেশের মেধাবী অভিনেতা চঞ্চল চৌধুরী।
ঈদের দিন স্ত্রী ও পুত্রের সাথে একটি ছবি পোস্ট করে চঞ্চল তার ভক্ত অনুরাগীদের দিলেন তুফানি শুভেচ্ছা! ছবিটি পোস্ট করে ‘হাওয়া’র এই চাঁন মাঝি শুধু ক্যাপশনে লিখেছেন ‘তুফানী ঈদ মুবারক’! ঈদে কেন তুফানী শুভেচ্ছা দিলেন অভিনেতা, তা বলা বাহুল্য!
এদিন দেশের শতাধিক প্রেক্ষাগৃহে যে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ছবি ‘তুফান’! ধারণা করা হচ্ছে, রায়হান রাফী পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো দ্বৈরথ দেখবে বাংলা সিনেমার দর্শক! যেখানে লড়াই হবে শেয়ানে শেয়ানে!
‘তুফান’সহ এবার ঈদে মুক্তি পেয়েছে ৫টি সিনেমা। এরমধ্যে ১২৩টি প্রেক্ষাগৃহ শাকিব-চঞ্চলদের তুফানের দখলে। বাকি ৩৪টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রিভেঞ্জ, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড এবং ময়ূরাক্ষী!








