গেল ৭ মে প্রকাশিত হয়েছে ‘তুফান’ এর টিজার! দেড় মিনিটের তুফান তাণ্ডবের মাঝেও ঠাণ্ডা মাথায় দেখা গেছে একজনকে! যিনি তুফানের এসব তাণ্ডবে মোটেও ভীত নন। উল্টো তার মুখে তাচ্ছিল্যের হাসিসহ সংলাপ,‘তুফান, খুব ভয় পাইছি রে…’!
আবারও এলো সেই ভয় পাওয়ার প্রসঙ্গ! নতুন করে যা উস্কে দিলেন তাণ্ডবের মাঝে বসে পুষ্পের হাসি হাসা সেই অভিনেতা, চঞ্চল চৌধুরী! ‘তুফান’ এর টিজারে শাকিব খানের পাশাপাশি তার লুকও যথেষ্ট আলোচনায়।
রবিবার বিকেলে চঞ্চল তার নিজস্ব ফেসবুক থেকে শাকিবের সাথে একটি ছবি শেয়ার করেন। যেখানে দুজনকেই দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বল মেজাজে। ক্যাপশনে চঞ্চল লিখেছেন, ‘ভয় নাই…’। সঙ্গে আরো লিখেছেন,‘প্রচণ্ড গরমেও আমরা মাথা ঠাণ্ডা রাখি…’! সঙ্গে জুড়ে দিয়েছেন হাসির ইমোজি!
ছবিটিতে বহু মানুষ ইতোমধ্যে মন্তব্য করেছেন। প্রায় সব মন্তব্যই ‘তুফান’ কেন্দ্রীক! যেখানে ইন্ডাস্ট্রির দুই বড় তারকাকে এক ফ্রেমে দেখতে পেরে উচ্ছ্বাসের কথা জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা।
রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ ছবিটি মুক্তি পাচ্ছে আসন্ন ঈদুল আযহায়। ছবিটির টিজার ইতোমধ্যে বাংলাদেশের পাশাপাশি ভারতেও আলোচনা তৈরী করেছে। অনেকেই মনে করছেন, এই ছবির মাধ্যমে বক্স অফিসে নতুন ইতিহাস তৈরী করবে কোনো বাংলাদেশি সিনেমা!
যৌথ প্রযোজনায় নির্মিত ছবিতে শাকিব খান ও চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী, বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর, গাউসুল আলম শাওনসহ বহু দর্শকপ্রিয় মুখ। ছবিটির প্রযোজনায় আছে আলফা আই, চরকি এবং ভারতের এসভিএফ।








