মা হারালেন ঢাকাই সিনেমার তারকা অভিনেতা আরিফিন শুভ। বুধবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয়েছে ৭০ বছর বয়সী খায়রুন নাহারের।
বৃহস্পতিবার ভোরে শুভ’র মায়ের দাফনও সম্পন্ন হয়েছে৷ শুভ জানিয়েছেন, বাদ ফজর ঢাকার কালোনী কেন্দ্রীয় জামে মসজিদ ও জামেউল উলুম মাদ্রাসা কমপ্লেক্সে জানাজা শেষে মাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।
মা হারানো শুভকে সমবেদনা জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে তার শোবিজ অঙ্গনের সহকর্মীরাও৷ অভিনেতা চঞ্চল চৌধুরী একটি ফেসবুক স্ট্যাটাসে শুভ’কে সমবেদনা জানান। চঞ্চলের যে লেখাতে ফুটে উঠে মায়ের সাথে
শুভ’র শেষ আশ্রয় ছিলো তার মা, এমনটা জানিয়ে চঞ্চল তার লেখায় বলেন, “বাবা-মা হারানোর কষ্ট যে কোন সন্তানের জন্যই পৃথিবীর গভীরতম বেদনার অভিজ্ঞতা। বলতে গেলে শুভ’র শেষ আশ্রয় ছিল ওর মা।”
তিনি আরো লিখেন, “খুব কাছ থেকে জানা শুভ এবং খালা আম্মার কুশল জানাটা বেশ কিছু দিনের অভ্যাস হয়ে গিয়েছিল আমার। শেষ কুশল সংবাদটা আর জানা হলো না।”
নিজের বাবা হারানোর কথা উল্লেখ করে শুভকে স্বান্তনা জানিয়ে চঞ্চল চৌধুরী আরো লিখেন, “এক বছর হয়ে গেল নিজের পিতা হারানোর কষ্টটা বুকে ছাঁই চাপা দিয়ে রাখি।মাঝে মাঝে কষ্টে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে….তবুও বেঁচে থাকি। তোকেও এই গভীরতম কষ্ট বুকে নিয়েই বাকী জীবনটা পার করতে হবে শুভ।
শোক আর সমবেদনা জানানো ছাড়া আর কিছু বলার নেইরে ভাই।”
সত্য প্রয়াত মায়ের সাথে শুভ’র একটি স্থিরচিত্র দিয়ে সেই লেখাতে গুণী অভিনেতা চঞ্চল লিখেন, “মায়েরা চলে যায়,মায়ের বাড়িটাই শুধু থেকে যায়।”







