চূড়ান্ত সমঝোতার পর আট দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে গড়াবে। হাইব্রিড মডেল নিয়ে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান দুইপক্ষই। বৃহস্পতিবার আইসিসি বোর্ড হাইব্রিড মডেলের বিষয়টি নিশ্চিত করেছে।
তবে, আইসিসির ২০২৪-২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানের ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে হতে হবে। তাছাড়া ভারতে হতে চলা আগামী আইসিসি ইভেন্টগুলোতে পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচগুলোও নিরপেক্ষ ভেন্যুতেই খেলা খেলবে দুদল।
এই চুক্তিটি ২০২৫ ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি (পাকিস্তান), ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ (ভারত) এবং ২০২৬ ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ (ভারত ও শ্রীলঙ্কা) এই তিনটি টুর্নামেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
চুক্তিটি পরবর্তী আসরের চক্রেও বহাল থাকতে পারে। ২০২৮ সালের নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, যা আয়োজনের সত্ত্ব পাকিস্তানকে দেওয়া হয়েছে। নিরপেক্ষ ভেন্যুটি টুর্নামেন্ট আয়োজক বোর্ড প্রস্তাব করবে এবং আইসিসির অনুমোদন প্রয়োজন হবে।
খুব শীঘ্রই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করা হবে। এ আসরে অংশগ্রহণ করতে যাওয়া আট দল হল-আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং স্বাগতিক পাকিস্তান।









