আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ে নামার আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। নিজেদের ঝালিয়ে নেয়ার মিশনে শুরুটা ভালোই পেয়েছিল টিম টাইগার্স। পরে ব্যাটিং ব্যর্থতা দেখেছে। উসামা মীরের দাপুটে বোলিংয়ে দ্রুত উইকেট হারিয়ে নাজমুল হোসেন শান্তর দল পাকিস্তান শাহিনসকে ২০৩ রানের লক্ষ্য দিয়েছে।
দুবাই ক্রিকেটে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৩৮.২ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২০২ রানে থামে টিম টাইগার্স।
বাংলাদেশকে ভালো শুরু এনে দেন সৌম্য সরকার। যদিও দ্রুতই ফিরে যান ওপেনার তানজিদ তামিম (৩ বলে ৬ রান) ও নাজমুল হোসেন শান্ত ( ২১ বলে ১২)। প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৬০ রান তুলেছিল বাংলাদেশ। এর পরপরই ফিরে যান সৌম্য সরকার। ৩৮ বলে ৩৫ রান করে রানআউট হয়ে ফেরেন টাইগার ওপেনার।
পরে ভালোভাবেই সামলাচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়। ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০৪ রান। এরপরই ধস নামে। পরের ১০ ওভারে আরও চার ব্যাটারকে হারায় টিম টাইগার্স। হৃদয় ফেরেন ৩৩ বলে ২০ রান করে, মিরাজ ৪৪ রান করেন ৫৩ বলে, মুশফিকুর রহিম ১৪ বলে ৭ রান এবং জাকের আলি অনিক ৫ বলে ৪ রান করে ফিরে যান।
রিশাদ হোসেনও ইনিংস লম্বা করতে পারেননি। ১৫ বলে ১৪ রান করে ফিরে যান। পরে তানজিম সাকিব ও নাসুমের ব্যাটে দুইশ রান পার করে বাংলাদেশ। ২৭ বলে ৩০ রান করেন তানজিম, নাসুম করেন ১৬ বলে ১৫ রান। এছাড়া তাসকিন ৭ বলে ৪ রান করেন।
পাকিস্তান শাহিনসের হয়ে উসামা মীর চার উইকেট নেন। মুসা খান নেন দুই উইকেট।









