চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠতে আর বাকি কয়েকঘণ্টা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় করাচিতে শুরু হবে মাঠের লড়াই। হাইব্রিড মডেলে গড়াতে চলা আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান।
আট দলের অংশগ্রহণে দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান ভারত ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড। আসর শুরুর আগেরদিন আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বার্তা দিয়েছেন আট দলের অধিনায়ক। জানিয়েছেন নিজেদের প্রত্যাশার কথা।
বাংলাদেশ: শিরোপা জেতার স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে স্বপ্নের কথা জানিয়ে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেও সেটির পুনরাবৃত্তি করলেন টাইগার তারকা। জানালেন, নিজেদের পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগাতে পারলে ভালো করতে পারবে টিম টাইগার্স।
২৬ বর্ষী টাইগার তারকার লক্ষ্য বাংলাদেশকে প্রথম শিরোপা এনে দেয়া। বলেছেন, ‘এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে আসার আগে, আমরা সবাই এবার ট্রফি জিততে চেয়েছিলাম, কারণ গত কয়েকটি টুর্নামেন্টে আমরা ভালো করতে পারিনি। এবার আমরা ট্রফি জেতার কথা ভাবতে পারি, কারণ আমরা খুব ভালো দল পেয়েছি। আমরা জানি এটি কঠিন হতে চলেছে, তবে আমরা যদি একটি নির্দিষ্ট দিনে আমাদের পরিকল্পনাগুলো কার্যকর করতে পারি, তবে আমরা জিততে পারি।’
পাকিস্তান: চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। আইসিসির এমন প্রতিযোগিতার আয়োজন করতে পেরে বেশ আনন্দিত স্বাগতিক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। বলেছেন, ‘ক্রিকেটপ্রেমী দেশ হিসেবে, আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজন করতে পেরে খুবই আনন্দিত।
ঘরের মাঠে সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ফাইনাল খেলেছিল পাকিস্তান। শিরোপা না জিতলেও ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জেতার স্বপ্ন দেখছেন দেশটির অধিনায়ক। বলেছেন, ‘ আমরা ঘরের মাঠে নিজেদের দর্শকের সামনে খেলতে এবং আট দলের টুর্নামেন্টে সেরা হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
ভারত: ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ফাইনালের আগঅবধি অপরাজেয় ছিল ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবে সেরে নিয়েছে দলটি। ঘরের মাঠে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। এই জয়ের ধারা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রাখতে চান ভারত অধিনায়ক রোহিত শর্মা। বলেছেন, ‘আমরা এটি চালিয়ে যেতে চাই।’
নিউজিল্যান্ড: পাকিস্তান ও সাউথ আফ্রিকার বিপক্ষে সম্প্রতি ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। অপরাজেয় থেকে ফাইনালে স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ খেলার আগঅবধি ত্রিদেশীয় সিরিজে জেতা শিরোপার মূল্য নেই। বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ না খেলা পর্যন্ত এর কোনো অর্থ নেই।’
অস্ট্রেলিয়া: ভারতকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে এগিয়ে থাকবে দলটি। দ্বিতীয় দফায় ওয়ানডেতে স্টিভেন স্মিথের নেতৃত্বে দলটিতে আছেন একঝাঁক তারাকা। তারকাসমৃদ্ধ দলটির অধিনায়ক তাই নির্ভার। স্মিথ আশাবাদী ভালো কিছুর জন্য। বলেছেন, ‘আমি মনে করি তাদের সকলের নিজস্ব অনন্য দক্ষতা রয়েছে। সঠিক সময়ে সঠিক কাজটিই করবেন তারা।’
ইংল্যান্ড: সম্প্রতি ভারতের বিপক্ষে সিরিজটা ভালো কাটেনি ইংল্যান্ডের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে জস বাটলারের দল। তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে মুখিয়ে তারা। আসরে নিজেদের ‘বিপজ্জনক’ আখ্যা দিয়েছেন ইংলিশ অধিনায়ক বাটলার।
‘আমি মনে করি, আমরা যদিও এখন সেখানে নেই, আমাদের ব্যক্তিগত বা দলীয়ভাবে যা করতে পারি। তবে জানি, আমরা যদি নিজেদের প্রত্যাশার মতো খেলতে পারি, বিশ্বাস করি আমরা শীর্ষে পৌঁছাতে পারবো। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি বিপজ্জনক দল হতে পারি।’
সাউথ আফ্রিকা: ২০২৩ বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল সাউথ আফ্রিকা। টি-টুয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল, এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাও নিশ্চিত করেছে প্রোটিয়াবাহিনী। সেকারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বেশ আশাবাদী দলটির অধিনায়ক টেম্বা বাভুমা। তবে টুর্নামেন্টটি তাদের জন্য চ্যালেঞ্জিংও বলছেন তিনি।
‘বিশ্বকাপে, আপনার পর্যালোচনা করার এবং এগিয়ে যাওয়ার সময় আছে, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আপনি তা করতে পারবেন না। তবে আমরা টুর্নামেন্টে ভালো করার লক্ষ্যে আশাবাদী।’
আফগানিস্তান: ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দারুণ পারফর্ম করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান। ভারতে হওয়া বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলগুলোকে হারিয়েছে তারা। আর সেকারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আত্মবিশ্বাসী তারা। আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী মনে করেন, যেকোনো দলকে হারাতে সক্ষম তারা।
‘আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ, সকল ফরম্যাটে প্রতিটি দলকে হারানোর সক্ষমতা আমাদের আছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এটি আমাদের জন্য একটি বড় টুর্নামেন্ট এবং আমরা এটির জন্য অপেক্ষা করছি।’









