২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে মুখোমুখি হয়েছে দুদল। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতকে ২৬৫ রানের লক্ষ্য দিয়েছে অজিরা।
দুবাইতে টসে জিতে আগে ব্যাটে নামে অস্ট্রেলিয়া। ইনিংসের তিন বল বাকি থাকতে ২৬৪ রানে গুটিয়ে যায় অজিদের ইনিংস।
ব্যাট হাতে অজিদের হয়ে দারুণ করেছেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি। চারটি চার ও এক ছক্কায় ৯৬ বলে ৭৩ রান করেন অধিনায়ক স্মিথ। অ্যালেক্স ক্যারি আটটি চার ও এক ছক্কায় ৫৭ বলে ৬১ রান করেন। ট্রাভিস হেড ৩৩ বলে ৩৯ এবং মার্নাশ লাবুশেন ৩৬ করেন ২৯ রান করেন।
ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ শামি তিনটি উইকেট নেন। বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন।









