উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হোঁচট খেয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। বুন্দেসলিগার ক্লাবটির কাছে ১-০ গোলে হেরেছে গ্রাহাম পটারের দল। আরেক ম্যাচে ক্লাব ব্রুগেকে ২-০ গোলে হারিয়ে শেষ আটের রাস্তা সহজ করেছে বেনফিকা।
বুধবার রাতে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ম্যাচজুড়ে আধিপত্য দেখালেও করিম আদিয়েমির গোলে হার মেনে নিতে হয়েছে ব্লুজদের। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পা রাখতে ৭ মার্চ নিজেদের মাঠে ফিরতি লেগে বড় জয়ের বিকল্প নেই চেলসির।
বেলজিয়ামে স্বাগতিক ব্রুগেকে ভালোই নাচিয়েছে বেনফিকা। পর্তুগিজ ক্লাবটির হয়ে গোল করেছেন জোয়াও মারিও এবং ডেভিড নেরেস। ৭ মার্চ নিজেদের মাঠে ফিরতি লেগে অন্তত ড্র করলেই শেষ আট নিশ্চিত বেনফিকার।
সিগন্যাল ইদুনা পার্কে চেলসি-ডর্টমুন্ড ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্লুজবাহিনী। সুযোগও তৈরি করেছিল কয়েকবার। ১৬ মিনিটে জার্মান ক্লাবটির জালে বল পাঠায় চেলসি। বল জালে পাঠাতে হাতের সাহায্য নেয়ায় গোলের বদলে হলুদ কার্ড দেখতে হয় ডিফেন্ডার থিয়াগো সিলভাকে।
ম্যাচের ৩১ মিনিটে আবার সুযোগ আসে চেলসির সামনে। জোয়াও ফেলিক্সের শটটি উড়ে যায় বারের উপর দিয়ে। ৩৮ মিনিটে হাভার্টজের শট ক্রসবারে লাগায় গোলবঞ্চিত হয় ব্লুজরা। একের পর এক আক্রমণ করেও গোল না পাওয়ায় প্রথমার্ধ শেষ হয় শূন্য সমতায়।
দ্বিতীয়ার্ধেও আক্রমণে এগিয়ে থাকে চেলসি। কিন্তু ৬৩ মিনিটে গোল হজম করতে হয় গ্রাহাম পটারের শিষ্যদের। রেকর্ড ফিতে কদিন আগেই দলে টানা এনজো ফের্নান্দেজের বাধা কাটিয়ে চেলসির জালে বল পাঠান করিম আদিয়েমি।
পরে গোল শোধে মরিয়া হয়ে চেষ্টা করলেও সম্ভব হয়নি। যোগ করা সময়ের শেষ মিনিটে এনজোর শট ডর্টমুন্ড গোলরক্ষক কোবেল ঝাঁপিয়ে প্রতিহত করেন। হার নিয়েই মাঠ ছাড়তে হয় চেলসিকে।
চ্যাম্পিয়ন্স লিগে রাতের আরেক ম্যাচে ক্লাব ব্রুগেকে ২-০ গোলে হারিয়েছে বেনফিকা। একটা সময় দুই দলই লড়েছে সমানতালে। আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে পেনাল্টি পায় বেনফিকা। জোয়াও মারিও সেটাকে পরিণত করেন গোলে। এরপর চিত্র পাল্টাতে থাকে। ৮৮ মিনিটে দলকে আরও এগিয়ে নেন ডেভিড নেরেস। স্বস্তির ব্যবধানে জিতে কোয়ার্টারের পথে এগিয়ে যায় পর্তুগিজ জায়ান্টরা।







