চ্যাম্পিয়ন্স লিগে ষষ্ঠ রাউন্ডে বুধবার রাতে ম্যানচেস্টার সিটির কাছে ঘরের মাঠে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে গত আসরের চ্যাম্পিয়ন পিএসজি। ক্লাব ব্রুগেকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্সেনাল।
সিটির কাছে হারলে বরখাস্ত হতে পারেন কোচ জাভি আলোনসো, এমন পরিস্থিতিতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে হেরে বসেছে রিয়াল। ম্যাচে ৩০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল লস ব্লাঙ্কোসরা। ২৮তম মিনিটে জুড বেলিংহ্যামের পাসে রিয়ালকে লিড এনে দেন রদ্রিগো। ৩৫ মিনিটে সমতায় ফেরান অতিথিদের নিকো ও’রিলি। ৩৭ মিনিটে ডি-বক্সে আর্লিং হালান্ডকে ফাউল করেন অ্যান্টনিও রুডিগার, পেনাল্টি পায় সিটি। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে লিডে দ্বিগুণ করেন হালান্ড। দ্বিতীয়ার্ধে জালের দেখা পায়নি কোন দল। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।
আরেক ম্যাচে, অ্যাথলেটিক ক্লাবের মাঠ সান মামেসে আধিপত্য দেখায় পিএসজি। ১৮টি শটের ৫টি ছিল লক্ষ্যে। ম্যাচজুড়ে আক্রমণাত্মক খেলে চ্যাম্পিয়ন্স দলটি। অবশ্য ৭৩ শতাংশ বল দখলে রেখেও জালের দেখা পায়নি ফরাসিরা। স্প্যানিশ দলটির কাছে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।
ননি মাদুকের জোড়া গোলে ক্লাব ব্রুগেকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। টানা ৬ ম্যাচে ৬ জয় নিয়ে টেবিলে শীর্ষে গানাররা। ২৫ মিনিটে মাদুকের গোলে লিড পায় আর্সেনাল। ১-০তে এগিয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে ব্যবধান দিগুণ করেন মাদুকে। ৫৬ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে ৩-০তে জেতে লন্ডনের দলটি।
বাকি ম্যাচেগুলোয়ে পাফোসকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। ৬৭ মিনিটে গোল করেন ওয়াটসন ম্যাককেনি এবং ৭২ মিনিটে গোল করেন জনাথন ডেভিড।
নাপোলিকে ২-০ গোলে হারিয়েছে বেনফিকা। ম্যাচে ২০ মিনিটে গোল করেন রিচার্ড রিয়োস এবং ৪৯ মিনিটে গোল করেছেন লিওনার্ড ব্যারিরো।
নিউক্যাসেলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বেয়ার লেভারকুসেন এবং বোডো/গ্লিমটের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ড।









