চ্যাম্পিয়ন্স লিগে দুইশত ম্যাচে কোচ হিসেবে দায়িত্ব পালন করতে চলেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ৯ এপ্রিল রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে নামবে। ম্যাচটি দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম কোচ হিসেবে ২০০তম ম্যাচে দায়িত্ব পালনের রেকর্ড গড়বেন আনচেলত্তি।
ইতালিয়ান এ কোচ চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচে কোচ হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড আগেই গড়েছেন। সবচেয়ে বেশি ম্যাচে জয়ের রেকর্ডও তার দখলে। চ্যাম্পিয়ন্স লিগে এপর্যন্ত সবমিলিয়ে ১৯৯ ম্যাচে দায়িত্ব পালন করেছেন আনচেলত্তি। জিতেছেন ১১৪ ম্যাচ, ৪১ হারের বিপরীতে ড্র ৪৪ ম্যাচে।
রিয়াল কোচের পরে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। তিনি ১৯০ ম্যাচে দায়িত্ব পালন করেছেন। ১০২ জয়ের বিপরীতে ৩৩ ম্যাচে ড্র এবং ২৫ ম্যাচে হার দেখেছেন।
এরপর আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার ১৭৮ ম্যাচ এবং চতুর্থ অবস্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ১৬৭ ম্যাচ ডাগআউটে দাঁড়িয়ে। তবে কম ম্যাচের তুলনায় গার্দিওলার জয়ের সংখ্যা বেশি। ১০৯ ম্যাচে জয় পেয়েছেন স্প্যানিশ এ কোচ।
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ ৯ এপ্রিল। খেলা হবে মাদ্রিদের স্তেদিও সান্তিয়াগো বার্নাব্যুতে। পরের লেগের খেলা হবে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে।








