চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে রাতে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইতালিয়ান নাপোলি। প্রথম লেগের খেলার আগে দুদলই নানা সমস্যায় জর্জরিত। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে কোচ বদলেছে ইতালির ক্লাবটি। জাভি হার্নান্দেজকে নিয়ে সমস্যায় আছে বার্সেলোনাও। ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত দুটায়।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে বেশি সমস্যায় আছে ইতালির চ্যাম্পিয়ন নাপোলিই। ক্লাবটির সভাপতি অরিলিও ডি লরেন্তিস ঘোষণা দিয়েছেন তাদের স্ট্রাইকার ভিক্টর ওসিমেনকে বিক্রি করে দেবেন। নতুন কোচ ফ্রান্সেকো ক্যালজোনা এর আগে কোনো সিনিয়র দলের দায়িত্ব পালন করেননি।
নাপোলির সমর্থকগোষ্ঠী সিরি আ’র ম্যাচের সময় সভাপতির দিকে দুয়োধ্বনি ছুঁড়েছে- ‘ডি লরেন্তিস আমাদের কথা শুনুন: আমাদের প্রাপ্য আরও বেশি।’
ইতালির চ্যাম্পিয়নরা ইউরোপিয়ান আসরে কখনই বার্সেলোনার বিপক্ষে জেতেনি। ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় দেখা হয়েছিল নাপোলি ও বার্সেলোনার, যেখানে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জেতে বার্সা।
২০২১-২২ মৌসুমে উয়েফা ইউরোপা লিগে সবশেষ দেখা হয়েছিল নাপোলি-বার্সার। ওই ম্যাচেও ৪-২ ব্যবধানে জিতে নেয় স্প্যানিশ চ্যাম্পিয়ন দলটি। সিরি আ’র কোনো দলের বিপক্ষে ইউরোপিয়ান অ্যাওয়ে ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড আছে বার্সেলোনার।
দ্বিতীয় লেগে বার্সেলোনায় খেলতে আসার সময় খেলোয়াড় বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই নাপোলির। তবে রাতের ম্যাচে হলুদ কার্ড দেখলে ঘরের মাঠে খেলতে পারবেন না বার্সার রোনাল্ড আরাউজো, সার্জিও রবের্তো, ফেররান তরেস এবং জোয়াও ফেলিক্স।







