চ্যাম্পিয়ন্স লিগে এবারের মৌসুম দুর্দান্ত কেটেছে ইন্টার মিলানের। উড়তে থাকা বার্সেলোনাকে সেমিফাইনালে নামিয়ে বায়ার্ন মিউনিখে হতে চলা ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে নামবে ইতালিয়ান ক্লাবটি। এ ম্যাচে সোনালী রঙয়ের জার্সি পরবে দলটি।
সোনালী রংয়ের জার্সি ইন্টার মিলানের তৃতীয় অফিসিয়াল জার্সি। আগে কখনও ফাইনালে সোনালী রংয়ের জার্সি পরেনি ক্লাবটি। ১৯৬৪ সালের পর থেকে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে লৌতারো মার্টিনেজের দল।
যেহেতু প্যারিসিয়ানরা ফাইনালে স্বাগতিক দল হিসেবে মনোনীত, তাই তাদের পছন্দের জার্সি- নেভি ব্লু প্যান্ট ও মাঝখানে সাদা এবং লাল ডোরাকাটা জার্সি পরবে। এজন্য ইন্টার তাদের ক্ল্যাসিক কালো এবং নীল ডোরাকাটা জার্সিতে খেলতে পারবে না।
শনিবার দিবাগত রাতে এ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে নামবে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন ও ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। ইতালিয়ান ক্লাবটি শেষদিনে লিগের শিরোপা হারিয়েছে। অন্যদিকে লিগ শিরোপা জিতেছে পিএসজি।









