নজরকাড়া এক সেমিফাইনাল ম্যাচের মাধ্যমে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান। নানা নাটকীয়তায় ভরা ম্যাচে বার্সা-ইন্টারের উত্থান পতনের মধ্য দিয়ে শেষ হয় ম্যাচ। দুই লেগ মিলে ৭-৬ গোলে হেরে আসর থেকে বাদ পড়া বার্সা কোচ হ্যান্সি ফ্লিক অবশ্য দুষেছেন রেফারিকে। তার মতে, রেফারি সমান সুযোগগুলোও ইন্টারের পক্ষে দিয়েছেন।
ম্যাচের পর রেফারির সমালোচনায় হ্যান্সি ফ্লিক বলেছেন, ‘রেফারিকে নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, তবে যে সিদ্ধান্তগুলোর আমাদের পক্ষে যেত সেগুলোও ইন্টারকে দিয়েছেন রেফারি। আমি হতাশ, তবে আমার দল নিয়ে নয়। খেলোয়াড়েরা নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে।’
‘এটাই আসল কথা। আমরা এখন বাদ পড়েছি, তবে আগামীবার আমরা চেষ্টা করব সমর্থকদের খুশি করার জন্য। এটা আমাকে দুঃখ দিয়েছে। আমার দল দুর্দান্ত খেলেছে। রেফারিকে নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না…। এখানে যা বলেছি তাকেও সেই একই কথা বলেছিলাম।’
রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের টানা চতুর্থ এল ক্ল্যাসিকো জয়ের আশা করে ফ্লিক আরও বলেন, ‘এটা থেকে আমরা শিক্ষা নিব। এটাই অগ্রগতি। আমরা শিখতে থাকব। অনুশীলনের জন্য এখন আমাদের হাতে সময় কম থাকলেও আগামী সপ্তাহে ফিরছি। হতাশ হওয়া স্বাভাবিক বিষয়।’
মিলানের সান সিরোয় মঙ্গলবার রাতে রোমাঞ্চে ঠাসা এক লড়াই দেখেছে ফুটবল বিশ্ব। সেমিফাইনালের ফিরতি লেগে ১২০ মিনিটের লড়াইয়ে ৪-৩ গোলে ম্যাচ জিতেছে স্বাগতিকেরা। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের ব্যবধানে ফাইনালের টিকিট পেল ইন্টার মিলান।









