‘হ্যাঁ, এটা স্বপ্ন। ব্যাপারটা এমনই হবে। এসব অর্জন করতে হলে আপনাকে সবসময় স্বদিচ্ছার সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে। স্বদিচ্ছা পূরণের ক্ষেত্রে ঘোরাচ্ছন্ন একটি ইতিবাচক শব্দ। তবে অবশ্যই এটি একটি স্বপ্ন।’
চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর আবেগতাড়িত হয়ে কথাগুলো বলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। এবারের মৌসুমে ইংলিশ জায়ান্টদের ট্রেবল জয়ের কারিগরও ছিলেন তিনি।
আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে হওয়া ফাইনালের পর গার্দিওলা বলেন, ‘ইতিহাসের দিক থেকে এই প্রতিযোগিতায় ইন্টার মিলান আমাদের থেকে অনেক এগিয়ে। আমরা খেলায় ফেভারিট ছিলাম। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, ইস্তাম্বুলে স্থানীয় সময় রাত ১০টায় আমরা সম্ভাব্য সেরা পারফরম্যান্স করি এবং এটাই পার্থক্য তৈরি করে দেয়।’
তবে কাজটা যে মোটেও সহজ ছিল না, সেটি অকপটেই স্বীকার করলেন চ্যাম্পিয়ন কোচ। বললেন, ‘আমি ক্লান্ত, শান্ত ও সন্তুষ্ট। এটা জেতা খুব কঠিন কাজ। পরের মৌসুম নিয়ে ভাবার মতো শক্তি আমার নেই, এটা অসম্ভব। আমাদের অনেক লম্বা বিরতি দরকার।’
‘আমাদের খেলোয়াড়দের এখন আন্তর্জাতিক খেলা আছে। উয়েফা এবং ফিফা এটা নিয়ে ভাবুক। দুই বা তিন সপ্তাহ আগে প্রিমিয়ার লিগ শেষ হয়েছে। এখন তাদের ফিরে আসতে হবে। এটা অনেক বেশি চাপের। আমরা পরের মৌসুম শূন্য থেকে শুরু করব।’
‘পরিবার এবং বন্ধুদের সাথে হোটেলে উদযাপন করতে যাচ্ছি। সোমবার ম্যানচেস্টারে প্যারেড হবে। প্রতিযোগিতার বিচারে ট্রেবল জয় খুব কঠিন।’








