শেষ হতে চলেছে ইউরোপের ফুটবলের চলতি মৌসুম। ঘরোয়া আসরগুলোর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ, লিগ ওয়ান ও বুন্দেসলিগার হয়েছে সমাপ্তি। বাকি রয়েছে শুধু লা লিগা ও সিরি আ। সবগুলোতেই হয়ে গেছে শিরোপা নির্ধারণ। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স লিগ ও এফএ কাপের ফাইনাল ম্যাচ কেবল বাকি।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগের শেষদিনে ট্রফি ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি। তাদের সঙ্গে টেবিলের প্রথম চার দল হিসেবে টুর্নামেন্ট শেষ করায় আর্সেনাল, লিভারপুল ও অ্যাস্টন ভিলা আগামী মৌসুমে খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। পাঁচ নম্বরে থাকায় ইউরোপা লিগে খেলবে টটেনহ্যাম হটস্পার। মালিকানা বদলের ঝড় সামলানোর পথে থাকা চেলসি ষষ্ঠ স্থানে, কনফারেন্স লিগে খেলার সুযোগ পাবে। টেবিলের তলানিতে থাকা লুটন টাউন, বার্নলি ও শেফিল্ড ইউনাইটেড অবনমনের খড়গে পড়েছে।
লা লিগার শিরোপা আগেই নিশ্চিত করা রিয়াল মাদ্রিদ এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট। ২ জুন শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। স্পেনের ঘরোয়া লিগে টেবিলের শীর্ষ চারে থাকায় রিয়ালের সাথে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কেটেছে বার্সেলোনা, জিরোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ। পঞ্চম স্থানে থাকায় অ্যাথলেটিক বিলবাও ইউরোপা লিগ ও ষষ্ঠ অবস্থানের রিয়াল সোসিয়েদাদ খেলবে কনফারেন্স লিগের বাছাইপর্বে। কাদিজ, গ্রানাডা ও আলমেরিয়ার জুটেছে অবনমন।
টেবিলের শীর্ষ পাঁচে থাকায় সিরি আ হতে চ্যাম্পিয়ন্স লিগের সামনের মৌসুমে থাকছে শিরোপাধারী ইন্টার মিলান ও রানার্সআপ এসি মিলান। লিগের সব দলের ম্যাচ শেষ না হওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে বাকি কোন ৩ দল যাবে, তা নিশ্চিত নয়। ইউরোপা লিগে থাকবে ষষ্ঠ স্থানের দলটি। কনফারেন্স লিগের বাছাইপর্বে খেলবে টেবিলে সপ্তম স্থানে থাকা ক্লাবটি। তলানির তিন দল অবনমনে পড়বে এবং তাদের পরবর্তী গন্তব্য হবে সিরি বি।
এএস রোমা এবং আটলান্টা ইউরোপা লিগের সেমিফাইনালে এবং ফিওরেন্টিনা ইউরোপা কনফারেন্স লিগের শেষ চারে যাওয়ায় সিরি আ লিগ হিসেবে সর্বোচ্চ গুণাঙ্ক স্কোর পাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে ইতালির একটি ক্লাব এবার বাড়ছে।
বুন্দেসলিগার ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া বেয়ার লেভারকুসেন চলতি মৌসুমের একমাত্র অপরাজিত দল। চ্যাম্পিয়ন্স লিগের ছাড়পত্র অবধারিতভাবে পেয়েছে দলটি, তারা এবার ইউরোপা লিগের ফাইনালিস্ট। ২৩মে শিরোপা নির্ধারণী খেলায় ক্লাবটির প্রতিপক্ষ আটালান্টা।
লেভারকুসেনের সঙ্গে টেবিলের শীর্ষ পাঁচের মধ্যে থাকায় বুন্দেসলিগা হতে চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে থাকছে স্টুটগার্ড, বায়ার্ন মিউনিখ, লেইপজিগ ও বরুশিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়ন্স লিগের এবারের ফাইনালিস্ট ডর্টমুন্ডের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। ইউরোপা লিগে খেলবে ষষ্ঠ স্থানে থাকা ফ্রাঙ্কফুর্ট। সাত নম্বরে থেকে লিগ শেষ করায় কনফারেন্স লিগের বাছাইপর্বে খেলবে হফেনহেইম। টেবিলের তলানির দুদল এফসি কোলন ও এসভি ডার্মস্ট্যাডের মধ্যে হবে প্লে-অফ ম্যাচ। পরাজিত দলের কপালে জুটবে অবনমন।
ফ্রেঞ্চ লিগ ওয়ানের ট্রফি আগেই ঘরে তুলেছে পিএসজি। টেবিলের শীর্ষ তিনের মধ্যে থাকায় চ্যাম্পিয়ন্স লিগে তাদের সঙ্গী হবে মোনাকো ও ব্রেস্ত। আসরে খেলার জন্য বাছাইপর্বের বাধা পেরোতে লড়বে টেবিলের চারে থাকা লিল। ইউরোপা লিগে খেলবে পাঁচ নম্বরে থাকা নিসে; আর কনফারেন্স লিগের বাছাইপর্বে থাকবে ষষ্ঠ অবস্থানে মৌসুম শেষ করা লিওন। তলানির দুদল লরিয়েন্ত ও ক্লারমন্ট ফুটের মধ্যে হবে প্লে-অফ, পরাজিত দলের কপালে জুটবে অবনমন।









