১৯৯৭ সালে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। ২৭ বছর পর ইউরোপ সেরার ক্লাব প্রতিযোগিতায় আবারও সম্ভাবনা জেগেছে দ্বিতীয় শিরোপা জয়ের। সামনে প্রতিপক্ষ রেকর্ড ১৪ বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ। ফাইনালে লা লিগার দলকে ফেভারিটও মানছেন বরুশিয়া কোচ এডিন টেরজিচ। তবে এসবে পাত্তা দিতে চান না, কেবল জিততেই মাঠে নামবে, জানিয়ে দিয়েছেন জার্মান কোচ।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই। ফাইনালে প্রথমবার মুখোমুখি হচ্ছে দুদল।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ৪১ বর্ষী টেরজিচ বলেছেন, ‘আমরা সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। রিয়ালের বিপক্ষে দশ ম্যাচ খেলা হয়ত খুব কঠিন। তাদের বিপক্ষে ৩৪টি ম্যাচ খেলেন, তবে সেটি অসম্ভব। কিন্তু এখানে সব কিছুকেই আপনি সম্ভব করতে পারেন, যদি এটিকে শুধুই একটি ফাইনাল ম্যাচ ভাবেন।’
‘এটা পরিষ্কার যে, ম্যাচে তারাই ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে। কিন্তু আমরা এসবে পাত্তা দেই না। টুর্নামেন্টে আমরা অ্যাটলেটিকো বা পিএসজির বিপক্ষেও ফেভারিট ছিলাম না। এখানে আমাদের লক্ষ্য পরিষ্কার। ফাইনাল খেলতে নয়, একটি ফাইনাল জিততে এসেছি।’
বরুশিয়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছালেও সদ্য শেষ হওয়া বুন্দেসলিগায় তেমন কোনো পারফরম্যান্স দেখাতে পারেনি। পয়েন্ট টেবিলের পাঁচে থেকে কোনরকমে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।









