বর্তমান কমিশনের একমাত্র এজেন্ডা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভোট উপহার দেওয়া উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনে পর্যবেক্ষকদের ভূমিকা হতে হবে নিরপেক্ষ। দেশীয় পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, কোন পর্যবেক্ষক সংস্থা পক্ষপাতিত্ব করলে যথাযথ ব্যবস্থা নেবে ইসি। নিজেদের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি সুষ্ঠু ভোটের জন্য সব কেন্দ্র সিসিটিভির আওতায় আনার প্রস্তাব দিয়েছেন কিছু পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা।








