ছেলেদের কাভা কাপ ২০২৫ আসরের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। দ্বীপদেশটিকে স্বাগতিকরা হারিয়েছে ৩-২ সেট ব্যবধানে। তিন ম্যাচে টানা জয় তুলল বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতির খেলায় সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুদল ফাইনাল খেলবে। তৃতীয় ও চতুর্থ দলের মধ্যে ব্রোঞ্জ পদকের লড়াই হবে।
দ্বিতীয় ম্যাচে প্রথম দুই সেট জিতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। পরের দুই সেট নেপাল জিতে নেয়ায় ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। সেখান থেকে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এ ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই সেট জিতে এগিয়ে গিয়ে পরে সমতায় এসে ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। সেই সেট জিতে ৩-২এ ম্যাচ শেষ করে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সেটে শুরুর পয়েন্ট তুলে এগোয় বাংলাদেশ। বাংলাদেশ-শ্রীলঙ্কা ১০-১০, ১১-১১, ১৩-১৩ এমন সমানতালে পয়েন্ট তুলেছে। প্রথম সেটে দুদল সমানতালে শক্তির ব্যবহার করেছে। পরে বাংলাদেশ ২০-১৭ পয়েন্টে এগিয়ে যায়। সেখান থেকে শ্রীলঙ্কা আর ম্যাচে ফিরতে পারেনি। বাংলাদেশ প্রথম সেট জিতে নেয় ২৫-২০ পয়েন্ট ব্যবধানে।
দ্বিতীয় সেটে পয়েন্ট তুলে ম্যাচ শুরু করে বাংলাদেশ। তবে শুরুর দিকে কিছুটা পিছিয়ে পড়ে, আবার এগিয়েও যায় হরোশিত বিশ্বাসের দল। দ্বিতীয় সেটেও দারুণ লড়াই হয়েছে দুদলের মধ্যে। একবার বাংলাদেশ এগিয়ে যায়, আবার শ্রীলঙ্কা এগিয়ে যায়, আবার পয়েন্ট সমান হয়। এমনভাবে দ্বিতীয় সেটের খেলা চলেছে। দুদলের পয়েন্ট ১৬-১৬ হওয়ার পর ম্যাচের মোমেন্টাম নিজেদের দিকে আনে বাংলাদেশ। পরে মোমেন্টাম ধরে রেখে বাংলাদেশ সেট জিতে নেয় ২৫-২১ পয়েন্ট ব্যবধানে।
তৃতীয় সেটে আগে পয়েন্ট আদায় করে নেয় শ্রীলঙ্কা। সেই ধারাবাহিকতায় এগিয়ে যেতে থাকে লঙ্কানরা। প্রথম টাইম আউটের সময় শ্রীলঙ্কা ১৩, বাংলাদেশ ৯ পয়েন্ট ছিল। এই সেটে বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি। পরে তৃতীয় সেট স্বাগতিকরা হেরেছে ১৫-২৫ পয়েন্ট ব্যবধানে।
চতুর্থ সেটেও আগে পয়েন্ট তোলে বাংলাদেশ। তবে টানা বেশকটি পয়েন্ট তুলে এগিয়ে যায় শ্রীলঙ্কা। ৯ পয়েন্টের সময় শ্রীলঙ্কার সাথে সমান করতে পারে বাংলাদেশ। পরে আবারও পিছিয়ে পড়ে। পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ, চতুর্থ সেট হারে ২৫-২২ পয়েন্ট ব্যবধানে। ম্যাচের ফলাফল দাঁড়ায় ২-২ সেট পার্থক্যে।
ফলাফল নির্ধারণী পঞ্চম সেটেও আগে পয়েন্ট তুলে নেয় হরোশিত বিশ্বাসের দল। ৪ পয়েন্টে এগিয়ে যাওয়ার পর বিরতির কোট বদলের সময় বাংলাদেশের পয়েন্ট ছিল ৮, শ্রীলঙ্কার ৫। পরে লঙ্কানরা সমতায় আসলেও ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ, জেতে ১৫-১১ পয়েন্ট ব্যবধানে।
প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে আসরে শুভ সূচনা করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-২ সেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছিলেন হরোশিত-নাঈমরা, ধারাবাহিকতা টেনে নিলেন তৃতীয় ম্যাচেও।









