ম্যানচেস্টার ইউনাইটেডের সদ্য যোগ দেয়া ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার কাসেমিরো দলটির হয়ে অভিষেক ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছেন। চুক্তির আনুষ্ঠানিকতা বাকি থাকায় লিভারপুলের বিপক্ষে মাঠে নামতে পারেননি রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার।
স্প্যানিশ জায়ান্টদের হয়ে ৩০ বর্ষী ব্রাজিলিয়ান সবকিছুই জিতেছেন। তাই এখন প্রিমিয়ার লিগে একটি নতুন চ্যালেঞ্জ নেয়ার বিষয়টি তিনি উপভোগ করবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এবারের গ্রীষ্ম মৌসুমের দলবদলে মাদ্রিদ থেকে ম্যানচেস্টারে গেলে কাসেমিরো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবেন না।
কাসেমিরোর দলে অন্তর্ভুক্তি নিয়ে রেড ডেভিলদের কোচ এরিক টেন হাগ নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন। তার উপস্থিতি বাকিদের জন্য পথ দেখাবে বলেও তিনি বিশ্বাস করেন।
‘তিনি ক্যারিয়ারে অনেক ট্রফি জিতেছেন। কীভাবে ম্যাচ ও ট্রফি জিতবেন, সেই রাস্তাটা তার জানা আছে। আমাদের আরও অনেক খেলোয়াড় আছে যারা ইতোমধ্যে ক্যারিয়ারে ট্রফি জয় করেছেন।’
‘কাসেমিরোর দলে থাকাটা দলের বাকিদের জন্য পথ দেখাতে সাহায্য করবে। তারা জানে এবং উপলব্ধি করতে পারে কীভাবে জিততে হয়।’
লিভারপুলের বিপক্ষে খেলতে না পারলেও ওল্ড ট্রাফোর্ডের স্ট্যান্ডে বসে ম্যাচ উপভোগ করেছেন সাবেক রিয়াল তারকা। কাসেমিরো ওল্ড ট্র্যাফোর্ডে চার বছরের চুক্তি স্বাক্ষর করে ফেলায় আগামী শনিবার সাউদাম্পটনে তাকে খেলাতে প্রস্তুত আছেন টেন হাগ।







