অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
ওসি মেজবাহ উদ্দিন জানান, ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মামলায় অভিযুক্তরা হলেন-এমডি সালমান বিন রশিদ শাহ সায়েম, তার পিতা এম এ রশিদ শাহ সম্রাট, হেড অব ফিন্যান্স মো. সাকিব হোসেন, চিফ কমার্শিয়াল অফিসার সাইদ আহমেদ ও চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত হোসেন।
গ্রাহক বিপুল সরকার গত রাতে মতিঝিল থানায় এ মামলা করেন।
ওসি আরও বলেন, এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। গ্রেফতারকৃতরা হলেন-সাকিব হোসেন, সাইদ আহমেদ ও সাদাত হোসেন।
গতকাল শনিবার ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট অকার্যকর হয়ে পড়ে। এতে হাজারো গ্রাহক ও টিকিট বিক্রেতা এজেন্সি সংকটে পড়েন, যারা অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য অর্থ পরিশোধ করেছিলেন। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অভিযোগ, মালিকপক্ষ প্রতিষ্ঠান বন্ধ করে দেশ ছেড়ে পালিয়েছে। এতে কোটি কোটি টাকা ফেরতের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
২০১৭ সালের মার্চে বাংলাদেশে যাত্রা শুরু করে ফ্লাইট এক্সপার্ট। ফ্লাইট টিকেট বুকিং, হোটেল রিজার্ভেশন ও ভিসা প্রক্রিয়াকরণের মতো সেবা দিয়ে দ্রুতই জনপ্রিয় হয় প্রতিষ্ঠানটি। সাশ্রয়ী মূল্যের সুবিধার কারণে এটি গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।









