সদ্য শেষ হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো.আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বনানী থানায় মামলা করা হয়েছে।
মঙ্গলবার ১৮ জুলাই হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো.সুজন রহমান শুভ বাদী হয়ে মামলাটি(নং-১৭) করেন।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোস্তাফিজুর রহমান বলেন, হিরো আলমের ওপর হামলার ঘটনায় আজ একটি মামলা হয়েছে। মামলায় সাতজন ইতিমধ্যে গ্রেপ্তার রয়েছেন।
মামলায় বলা হয়, সোমবার ১৭ জুলাই বিকেল ৩টা ৪০ মিনিটে ঢাকা-১৭ আসনের উপ- নির্বাচন চলাকালীন সময়ে বনানী থানাধীন রোড নং-২৪/এ, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের মেইন গেইটের সামনে রাস্তার উপর বেআইনি জনতাবদ্ধ হয়ে আমাদের গতিরোধ করে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধ করার চেষ্টা, মারপিট করে জখম করে।







