১ হাজার ৯৬৩ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে চট্টগ্রাম অর্থ ঋণ আদালতে মামলা করেছে জনতা ব্যংক।
রোববার (১ ডিসেম্বর) বিচারক মুজাহিদুর রহমানের আদালতে হাজার ২ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে মামলাটির আবেদন করা হয়।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে মামলার আবেদনটির শুনানি চলছে। এখনও আদেশ হয়নি।
জনতা ব্যাংক চট্টগ্রামের দুই শাখা থেকে নামে-বেনামে প্রায় ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম গ্রুপ। সময়মতো ঋণ শোধ না করায় ইতিমধ্যে গ্রুপটির সম্পত্তি নিলামে তুলেছে জনতা ব্যাংক আগ্রাবাদ সাধারণ বিমা শাখা।
সাইফুল আলম মাসুদের মালিকানাধীন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৫ কোটি টাকা শেয়ার এবং তার ভাই আবদুস সামাদ লাবু এর মালিকানাধীন আল আরাফাহ ইসলামী ব্যাংকের ২ কোটি ৫০ লাখ শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম অর্থঋণ আদালত।









