Site icon চ্যানেল আই অনলাইন

চীনা এজেন্ট বলায় ব্রিটিশ গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে মামলা

ব্রিটেনে এক নারীকে চীনা এজেন্ট বলে দাবি করে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘মিলিটারি ইন্টিলিজেন্স সেকশন ৫’ (এমআই৫)। এতে পুরো সংস্থাটির বিরুদ্ধেই মামলা দায়ের করে বসেছেন ক্রিস্টিন লি নামের ওই নারী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২০২২ সালের জানুয়ারিতে এমআই৫ লি সম্পর্কে একটি অভিযোগে জানায়, লি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পক্ষে যুক্তরাজ্যে ‘রাজনৈতিক হস্তক্ষেপমূলক কার্যকলাপে’ জড়িত ছিলেন।

লি তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন এবং লন্ডনের একটি ট্রাইব্যুনালে সংস্থাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেন। তিনি তার মানবাধিকার লঙ্ঘনের জন্য ক্ষতিপূরণও দাবি করেছেন।

তার আইনজীবী টনি মুমান ট্রাইব্যুনালকে বলেছেন, লি’র আগে কোনো অপরাধের ইতিহাস নেই। এমআই৫ যা করেছে তা তার খ্যাতির ওপর একটি গুরুতর এবং প্রকাশ্য আক্রমণ।

তবে এমআই৫ এর আইনজীবী রোজমেরি ডেভিডসন বলেছেন, বিদেশি রাজনৈতিক হস্তক্ষেপের হুমকি থেকে সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করার জন্যই লি’র বিরুদ্ধে সতর্কতা জারি করা হয়েছিল।

Exit mobile version