চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও বিস্ফোরণ ঘটানোর দায়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
একই মামলায় তার বড় ভাই ডা. জে.আর ওয়াদুদ টিপু ও চাঁদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ড. সেলিম মাহমুদসহ ২২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৪০০ জনকে আসামি করা হয়।
মঙ্গলবার (২০ আগস্ট) মডেল থানায় ঢালীরঘাট এলাকার বাসিন্দা নুরুল ইসলাম খান বাদী হয়ে মামলাটি দায়ের করে।
এর আগে গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে শিক্ষার্থী ও জনতা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এসময় তাদের উপর আকস্মিক হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।









