বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র শিহাব হোসেন (১৯) হত্যার দায়ে সাবেক এমপি মমিন মণ্ডলসহ অন্তত ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সোলায়মান বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলাটি দায়ের করেন।
৩১ জনের নাম উল্লেখ করে এবং ৫০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট এনায়েতপুর থানার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল বের হয়। মিছিলটি এনায়েতপুর থানার আল হেরা মার্কেটের সামনে পৌঁছালে তৎকালীন সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলসহ আসামিরা হাতে পিস্তল, ককটেল, বিস্ফোরক, লোহার রড, দেশীয় অস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালান। এতে বেশ কিছু ছাত্র আহত হন। গুলিতে আহত হন কলেজছাত্র শিহাব হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিহাব হোসেন সিরাজগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুরে।









