বরিশালের সাবেক এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সিটি মেয়র খোকন সেরনিয়াবাত এবং সাবেক মেয়র সাদিক আবদুল্লাহসহ ৩৬৬ আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে মঙ্গলবার রাতে বরিশাল কোতয়ালী মডেল থানায় এ মামলা করেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।
এছাড়া বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ ৩৬৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলায় বাদী উল্লেখ করেন, গত ৪ আগস্ট দুপুরে ৬শ থেকে ৭শ জন পিস্তল, সটগান, ককটেল, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে নগরীর সদর রোডে বিএনপির অফিসে হামলা চালায়। তখন এক ও ২ নং আসামীর নির্দেশে ৩, ৪ ও ৬ নং আসামি পিস্তল দিয়ে গুলি বর্ষণ করে জনমনে আতংক সৃষ্টি করে। এরপর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হলে আসামিরা আসবাবপত্র, জিয়া স্মৃতি লাইব্রেরির বইসহ মূল্যবান দ্রব্য নষ্ট হয়ে যায়।
কোতয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।









