রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গুলিতে ছাত্রশিবির নেতা রায়হান নিহতের ঘটনায় সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ৫০ জনের নাম উল্লেখ করে ১২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) দিবাগত গভীর রাতে নিহতের সহোদর মো. রানা ইসলাম বাদী হয়ে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিত) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও নগরীর চন্ডিপুর এলাকার যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলসহ ৫০ জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১ হাজার ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট বেলা অনুমান ১২টা সাড়ে ১২টার দিকে ভিকটিম রায়হান আলী ও সাক্ষীসহ প্রায় ২ হাজার ছাত্র-জনতা মিছিল নিয়ে তালাইমারী থেকে শহরে আসছিলেন। মিছিলটি নগরীর আলুপট্টি এলাকার স্বচ্ছ টাওয়ারের সামনে আসলে নেতাকর্মীরা জানতে পারেন আসামিরা কুমারপাড়ায় দলীয় অফিসের সামনে সমাবেশ করেছে। সেখানে মেয়র লিটন আন্দোলনকারীদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করার ঘোষণা দিয়েছেন।
এ খবর শোনার পর সংঘাত এড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা স্বচ্ছ টাওয়ারের সামনে দিয়ে মিছিল নিয়ে সাগরপাড়ার দিকে যাওয়ার সময় বেলা ১টা ১০ মিনিটের দিকে আসামিরা কুমারপাড়া থেকে ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে স্বচ্ছ টাওয়ারের সামনে এসে গুলি ও ককটেল হামলা শুরু করে। ফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ছত্রভঙ্গ হয়, নেতাকর্মীরা ছাটাছুটি করতে থাকে।
এসময় মেয়র লিটন, ডাবলু সরকারের নেতৃত্বে রুবেল, রাজীব, রনি, মোস্তফাসহ আসামিদের ছাত্র জনতার উপর গুলি করতে দেখা যায়। তাদের আক্রমণে মারুফ মর্তুজা, ইব্রাহীম আলী, মারুফ আল হাসান ও মেহেদী হাসানসহ অনেক ছাত্র গুলিবিদ্ধ হলে রায়হান আলী তাদের উদ্ধার করতে যান। এসময় আসামি জহিরুল হক রুবেল তার হাতে থাকা রিভলভার দিয়ে রায়হান আলীর মাথায় গুলি করেন।
পরে রায়হানসহ আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট সন্ধ্যায় রায়হান আলীর মৃত্যু হয়। ময়নাতদন্ত ও রাজশাহী কলেজ মাঠে জানাযা শেষে পরদিন রায়হান আলীকে নিজগ্রাম পুঠিয়ার মঙ্গলপাড়ার কবরস্থানে দাফন করা হয়।









