অনেকেই মনে করেন, হাসিনা সরকারের পতনে শক্তিশালী ভূমিকা রেখেছে কার্টুন। অনলাইন-অফলাইনের সেসব আলোচিত কার্টুন নিয়ে পান্থপথের দৃক গ্যালারিতে শুরু হয়েছে ‘কার্টুনে বিদ্রোহ’ নামে প্রদর্শনী। রবিবার বিকেল-সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, ‘কার্টুনে বিদ্রোহ’ প্রদর্শনীটি দেখতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। যেখানে সব বয়সী মানুষকে দেখা গেছে।
বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন, দৃক ও ইয়ার্কির আয়োজনে ‘কার্টুনে বিদ্রোহ’ প্রদর্শনীটি শুরু হয়েছে গেল শুক্রবার। চলবে আগামি শুক্রবার পর্যন্ত। ছবিতে দেখে নেয়া যাক গ্যালারির অন্দরে রবিবার সন্ধ্যায় কেমন ছিলো দর্শক উপস্থিতি-
কার্টুনগুলোতে জুলাই মাসের বৈষম্যবিরোধী আন্দোলনের দিনলিপি বলে মনে করছেন অনেকে
কার্টুনের সংস্কৃতি প্রায় হারিয়েই গিয়েছিলো। এবারের আন্দোলনের মধ্য দিয়ে আবার সেই চর্চা বেগবান হলো বলে মনে করেন আয়োজকরাঝুলন্ত পানির বোতলে লেখা ছিল শহীদ মুগ্ধর নাম, ছিল এই পথপরিক্রমা নিয়ে ভিডিওএই আন্দোলনে জনগণের সাথে কার্টুনিস্টদের সম্পর্ক তৈরী হয়েছে বলে মনে করেন আয়োজকরাঝুলন্ত পানির বোতলে লেখা ছিল শহীদ মুগ্ধর নাম। যা দর্শনার্থীদের বেশী আকর্ষণ করেপ্রদর্শনীতে রাখা হয়েছে মন্তব্য খাতাও। যেখানে মন খুলে লিখে যাচ্ছেন দর্শনার্থীরাসব বয়সীদের মিলনমেলায় পরিণত হয়েছে দৃক গ্যালারিকার্টুন ছাড়াও ছিল ইনস্টলেশন আর্টদুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দেখা যাচ্ছে ‘কার্টুনে বিদ্রোহ’ প্রদর্শনীটি