গেল মাসে সফলভাবে হাঁটুর অস্ত্রোপচার হয় নেইমার জুনিয়রের। বিশ্রাম কাটিয়ে এবার আনুষ্ঠানিকভাবে মাঠের অনুশীলনে ফিরেছেন তিনি। ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নেয়া নেইমারের লড়াইয়ের প্রথম লক্ষ্য। ৩৩ বর্ষী এ তারকা বৃহস্পতিবার সান্তোসের ট্রেনিং গ্রাউন্ডে নিজেকে প্রস্তুত করতে যান। নতুন মৌসুম শুরুর আগে মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম শুরু করেছেন, ছিলেন বেশ উৎফুল্ল মেজাজেও।
২২ ডিসেম্বর বাম হাঁটুতে একটি ছোট অস্ত্রোপচার হয় নেইমারের। ইংলিশ গণমাধ্যম বলছে, অস্ত্রোপচারের পর স্বল্প বিশ্রাম শেষে বৃহস্পতিবার তিনি সান্তোসের প্রশিক্ষণ কেন্দ্রে হাজির হন শারীরিক প্রস্তুতি নিতে। তার মূল লক্ষ্য ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নেয়া।
গত ১৮ মাস ধরে একের পর এক চোটের সঙ্গে লড়াই করছেন নেইমার। প্রশিক্ষণ মাঠে উপস্থিতি নিয়ে দলের পর্যবেক্ষকেরা জানান, ক্লাবের জিমে অনুশীলনের সময় নেইমারকে বেশ ইতিবাচক অবস্থায় দেখা যায়। বর্তমানে তার অনুশীলন সূচিতে রয়েছে বিশেষ কিছু ব্যায়াম, যা আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের পর বাম হাঁটু শক্তিশালী করার জন্য বিশেষভাবে নির্ধারিত।
মেনিস্কাসের সমস্যার কারণে এ অস্ত্রোপচার প্রয়োজন হয়েছিল। যদিও অস্ত্রোপচারটি ছোট হিসেবে বিবেচিত হয়েছিল। সেসময় সবকিছুর প্রতি বিরক্ত হয়ে পড়েছিলেন নেইমার। বাবাকে বলেছিলেন অবসরের যেতে চান তিনি।
তবে সব কিছু চাপিয়ে আবারও মাঠে এসেছেন নেইমার, প্রস্তুতি নিচ্ছেন বিশ্বকাপের জন্য। সব ঠিক থাকলে এবং আবারও চোটে না পড়লে, বিশ্বকাপের জন্য কার্লো আনচেলত্তির দলে ডাক পেতে পারেন তিনি। নেইমারকে অবসর থেকে ফেরানোর যে স্বপ্ন, তা হলো ২০২৬ বিশ্বকাপ। এ টুর্নামেন্টে ব্রাজিল দলে জায়গা করে নেয়ার লক্ষ্যেই নিজের ফিটনেস প্রমাণে পুরোপুরি মনোযোগী তিনি।









