Site icon চ্যানেল আই অনলাইন

জাপানে মালবাহী জাহাজ ডুবি, নিখোঁজ ১৮

Advertisements

জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে রাতে  একটি মালবাহী জাহাজ ডুবে ১৮ জন ক্রু নিখোঁজ রয়েছে। তবে জাহাজটি থেকে চার ক্রু সদস্যকে উদ্ধার করেছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।

জাহাজটিতে ১৪ জন চীনা এবং ৮ জন মিয়ানমারের নাগরিক ছিল বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের একজন নারী মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, স্থানীয় সময় সকাল ৭টা ১৭ মিনিটে চীনের চার নাগরিককে উদ্ধার করা হলেও আমরা অবশিষ্ট ১৮ জনকে উদ্ধারে অভিযান চালাচ্ছি।

কোস্টগার্ড জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে জাহাজটি থেকে সাহায্যের আবেদন জানানো হয়।
জাহাজটি যেখানে অবস্থান করছে সেখানো পৌঁছানো অনেকটা কঠিন ছিল। এটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম জাপানের প্রত্যন্ত এবং জনবসতিহীন ডাঞ্জো দ্বীপপুঞ্জের প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে।

 

Exit mobile version