ফুলহ্যামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেও কারাবাও কাপের ফাইনালের টিকিট কেটেছে লিভারপুল। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থাকায় অলরেডরা শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবে।
বুধবার ক্র্যাভেন কটেজে ম্যাচের ১১ মিনিটে জারেল কোয়ানসাহর অ্যাসিস্টে বল পেয়ে ডান পায়ের লক্ষ্যভেদে ইয়ূর্গেন ক্লপের দলকে এগিয়ে দেন লুইস দিয়াজ। ৭৬ মিনিটে হ্যারি উইলসনের পাসে বল আদায় করে বল জালে পাঠিয়ে ফুলহ্যামকে সমতায় ফেরান ইসা ডিওপ।
আগামী ২৫ ডিসেম্বর লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ চেলসি। ট্রফি জয়ের লড়াইয়ের আগে ঠাঁসা সূচির কারণে দলের সামনে খারাপ পরিস্থিতি আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ক্লপ।
‘আমাকে বিশ্বাস করুন, আরও খারাপ পরিস্থিতি সামনে রয়েছে। নরউইচের বিপক্ষে আমরা চার দিন পর খেলব। এর তিন দিন পরে আমরা চেলসি এবং তার চারদিন পর আর্সেনালের সাথে খেলতে নামছি।’
‘সব ম্যাচ আমাদের খেলতে হবে, ব্যাপারটা কল্পনা করে দেখুন। ফাইনালের আগে আমাদের পাঁচটি ম্যাচ আছে। কিন্তু আমরা সত্যিই ওয়েম্বলির ফাইনালের জন্য অপেক্ষা করছি।’
নরউইচ সিটির সঙ্গে ২৮ জানুয়ারি এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলবে লিভারপুল। ১ ফেব্রুয়ারি ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের প্রতিপক্ষ চেলসি। এরপর লিগে ৪ ফেব্রুয়ারি অলরেডদের প্রতিপক্ষ আর্সেনাল ও ১০ ফেব্রুয়ারি বার্নলি। কারাবাও কাপের ফাইনালের আগে প্রিমিয়ার লিগে ১৭ ফেব্রুয়ারি দলটির প্রতিপক্ষ বার্নলি।







