বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা দেশব্যাপী অসহযোগ আন্দোলন কর্মসূচির প্রথম দিনে কুমিল্লায় গাড়িতে আগুন, সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ এবং বিক্ষোভ মিছিল করে মহাসড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।
অপরদিকে, আন্দোলনকারীদের প্রতিহত করতে মাঠে অবস্থান রয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়, রোববার (৪ আগস্ট) বেলা ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় সড়কে বেরিকেড দিয়ে বিক্ষোভ করতে থাকে আন্দোলনকারীরা। এ সময় তারা স্থানীয় রিলায়েবল সিএনজি অ্যান্ড পেট্রোলিয়াম ফিলিং স্টেশন-এর পাশে সড়কে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে আগুন দেয়। আগুনে পুরো গাড়িটি সড়কেই পুড়ে যায়। এসময় সময় তারা ফিলিং স্টেশনটিতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে।
অপরদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকায় বিক্ষোভ করে আন্দোলনকারীদের একটি অংশ। তাদেরকে মিছিল নিয়ে মহাসড়কের আলেখারচরের দিকে এগিয়ে আসতে দেখা যায়।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় আন্দোলনকারীরা বেরিকেড দিয়েছে। মহাসড়কে যানবাহন একেবারেই নেই বললেই চলে।
আন্দোলনের প্রভাবে যানবাহন শূন্য রয়েছে কুমিল্লা-সিলেট মহাসড়কও। রোববার সকাল থেকেই মহাসড়কটির বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধতা সৃষ্টি করে আন্দোলনকারীরা। পরে তারা দেবিদ্বার উপজেলার ভিড়াল্লা এলাকায় গাছের গুড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় সড়কের যানবাহন না পেয়ে পথচারীদের অনেককেই পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে।
অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় আন্দোলনকারীদের প্রতিহত করতে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় তাদেরকে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালিয়ে আন্দোলনকারী সন্দেহ হলে কাউকে ফিরিয়ে দিতেও দেখা গেছে। এ ছাড়া কুমিল্লা নগরীর মোড়ে মোড়েও আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে অবস্থান নিতে দেখা যায়।








