প্যারিস অলিম্পিকে দশম দিনে ক্যানোয়িংয়ে মেয়েদের ইভেন্টে সোনা জিতেছে অস্ট্রেলিয়া। ছেলেদের ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে আসরের তৃতীয় সোনার দেখা পেয়েছে নিউজিল্যান্ড।
মেয়েদের ইভেন্টে অস্ট্রেলিয়াকে সোনা এনে দিয়েছেন নোয়েমি ফক্স। রৌপ্য জিতেছেন ফ্রান্সের অ্যাঞ্জেলে হাগ। ব্রোঞ্জ পেয়েছেন গ্রেট ব্রিটেনের কিম্বার্লি উডস।
ছেলেদের কায়াক ক্রসে নিউজিল্যান্ডকে তৃতীয় সোনা এনে দিয়েছেন ফিন বুচার। রৌপ্য জিতেছেন গ্রেট ব্রিটেনের ক্লার্ক সিলভার। ব্রোঞ্জ পেয়েছেন জার্মানির হেজে।









