প্যারিস অলিম্পিকে ১৪তম দিনে ছেলেদের ১০০০ মিটার ব্যক্তিগত ক্যানো স্প্রিন্ট ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন চেক প্রজাতন্ত্রের মার্টিন ফুসকা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী তারকা প্যারিসেও সাফল্য ধরে রাখলেন।
১০০০ মিটারের ইভেন্টে মার্টিনের লাগে মোট ৩ মিনিট ৪৩ দশমিক ১৬ সেকেন্ড। এটি তার অলিম্পিকে সেরা স্কোর। এ নিয়ে দ্বিতীয় স্বর্ণ পদকের তালিকায় নাম উঠাল ইউরোপের দেশটির।
২০২০ সালের টোকিও অলিম্পিকে স্বর্ণজয়ী ব্রাজিলের ইসাকিয়াস কুইরোজ রৌপ্য জিতেছেন। তার সময় লাগে ৩ মিনিট ৪৪ দশমিক ৩৩ সেকেন্ড। ব্রোঞ্জ জিতেছেন মলদোভার সের্গেই তারনোভস্কি। তার সময় লাগে ৩ মিনিট ৪৪ দশমিক ৬৮ সেকেন্ড।









