৭৫তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে আজ। তাই সবখানেই এখন আলোচনা স্বর্ণপাম নিয়ে। কার হাতে উঠবে স্বর্ণপাম, তা নিয়ে হিসেব-নিকেশ চলছে। ‘দ্য গার্ডিয়ান‘র চলচ্চিত্র সমালোচকরা কান উৎসবের অনুমান-নির্ভর ফলাফল করে প্রকাশ করেছেন। তাদের মতে কাদের হাতে উঠতে পারে বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারগুলো, তা জেনে নেয়া যাক।
স্বর্ণপাম (পাম দ’র): ডিসিশন টু লিভ (কোরিয়া)
গ্র্যান্ড প্রিক্স: ক্লোজ
জুরি প্রাইজ: প্যাসিফিকশন
সেরা নির্মাতা: সাইদ রৌসতায়ি (লেইলা’স ব্রাদার্স)
সেরা চিত্রনাট্য: শারলোট ভ্যানদেরমিয়ার্শ ও ফিলিক্স ভ্যান গ্রোয়েনিনজেন (লে ওট্টো মন্টাগনি)
সেরা অভিনেতা: পিয়ারফ্রান্সেসকো ফ্যাভিনো (নস্টালজিয়া)
সেরা অভিনেত্রী: ট্যাং ওয়েই (ডিসিশন টু লিভ)
এবারের আসরে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছে দক্ষিণ কোরিয়ার পার্ক চান-উকের ‘ডিসিশন টু লিভ’। এই রোমান্স-ডিটেকটিভ ড্রামা শুরু হয় এক ব্যক্তির পাহাড়ের চুড়া থেকে পড়ে মৃত্যুর ঘটনা দিয়ে। এরপর গোয়েন্দারা সেই ব্যক্তির স্ত্রীর সঙ্গে দেখা করেন। সেই মৃত ব্যক্তির স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন ট্যাং ওয়েই।
এবছরের উৎসব প্রতিবারের চাইতে কিছুটা যেন আলাদা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ছিল উৎসবের শুরু থেকে পুরোটা জুড়েই। এবছরের কানে জায়গা করে নিয়েছে বেশ কিছু ভালো ছবি।
মূল প্রতিযোগিতা বিভাগের ২১টি ছবির মধ্যে বিশ্লেষণ করে বিচারকরা হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এতক্ষণে। আজ রাতেই জানা যাবে বহু প্রতীক্ষিত স্বর্ণপাম জয়ীর নাম।







