মিয়ানমারের রাখাইনে মুসলিম সংখ্যালঘুদের ওপর গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) শুনানিতে সাক্ষ্য দেয়ার জন্য নির্বাচিত ভুক্তভোগী তিনজন রোহিঙ্গার সাথে সাক্ষাৎ করেছেন কানাডার হাইকমিশনার অজিত সিং।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশে অবস্থিত কানাডিয়ান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
সাক্ষাতে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর দীর্ঘস্থায়ী নিপীড়ন ও সহিংসতা, অধিকার ও ন্যায়বিচারের জন্য তাদের চলমান সংগ্রাম এবং আন্তর্জাতিক জবাবদিহিতার গুরুত্বের উপর আলোকপাত করা হয়েছে।
কানাডার সমর্থনের জন্য রোহিঙ্গা প্রতিনিধিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন, যার মধ্যে ঐতিহাসিক আইসিজে মামলায় রোহিঙ্গা নির্যাতনের শিকারদের কণ্ঠস্বর শোনা নিশ্চিত করার জন্য সমর্থনও রয়েছে।
সাক্ষাতে হাইকমিশনার সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে তাদের সাহসের প্রশংসা করেছেন এবং মানবাধিকার, জবাবদিহিতা এবং আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রতি কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
সাক্ষাতে কানাডা রোহিঙ্গাদের জন্য জবাবদিহিতা, মর্যাদা এবং ন্যায়বিচার এগিয়ে নেওয়ার প্রচেষ্ঠায় তাদের সমর্থনে অবিচল রয়েছে বলে জানিয়েছে।









