‘বিটিএস’র জিমিনের মতো চেহারা পেতে ১২ বার অস্ত্রোপচার করেছিলেন কানাডিয়ান অভিনেতা সেন্ট ভন কলুচি। আর তাতেই প্রাণ হারালেন ২২ বছর বয়সী ভন।
জানা গেছে, ২০১৯ সালে কানাডা থেকে দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন সেন্ট ভন। সেখানে সংগীত জগতে খ্যাতি পেতে চেয়েছিলেন। ভনের প্রিয় তারকা ছিল বিটিএস ব্যান্ডের পার্ক জিমিন। জিমিনের মতো অবিকল হতে চেয়েছিলেন সেন্ট ভন কলুচি। সেজন্য জন্য একের পর এক অস্ত্রোপচার করাতে থাকেন।
নিজের চুলের রঙ, মুখ, চোখ, ভ্রু, ঠোঁট, নাক পাল্টে ফেলেছিলেন। গত বছরের নভেম্বরে চোয়ালে অস্ত্রোপচার করিয়েছিলেন ২২ বছরের অভিনেতা। কিন্তু তা ঠিকভাবে হয়নি। এ জন্য ২২ এপ্রিল আবার অস্ত্রোপচার করিয়েছিলেন। এতে ইনফেকশন হয়। এরপরে তার মৃত্যু হয়।
গত এক বছরে অস্ত্রোপচারের পেছনে সেন্ট ভন খরচ করেছেন ২ লক্ষ ২০ হাজার ডলার।
গত বছর জুনে কোরিয়ান ড্রামা ‘প্রিটি লাইজ’-এ অভিনয় করেছিলেন ভন। তার কাজ প্রশংসা পেয়েছিল।
সূত্র: হিন্দুস্তান টাইমস








