খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার অভিযোগে তিন ভারতীয়কে গ্রেপ্তার করেছে কানাডা। শুক্রবার ৩ মে কানাডা পুলিশ করণ ব্রার (২২), কমলপ্রীত সিং (২২) এবং করণপ্রীত সিং (২৮) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে।
এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের ভূমিকার অভিযোগ করার পর নিজ্জার হত্যাকাণ্ড গত বছর ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ভারত এই অভিযোগকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে।
ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমের নেতৃত্বদানকারী সুপারিনটেনডেন্ট মনদীপ মুকার জানিয়েছেন, গেপ্তার আসামিরা গত তিন থেকে পাঁচ বছর ধরে আলবার্টাতে অস্থায়ী বাসিন্দা হিসাবে বসবাস করছিলেন। তাদের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যা এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তুলে আদালতে ফাইল খোলা হয়েছে।
পুলিশ বলেছে, সন্দেহভাজনদের কেউ এই ঘটনার আগে পুলিশের কাছে পরিচিত ছিল না এবং আসামিদের ভারত সরকারের সাথে সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) সহকারী কমিশনার ডেভিড টেবুল বলেছেন, হত্যাকাণ্ডটি সক্রিয় তদন্তের অধীনে রয়েছে। এই বিষয়ে পৃথক এবং স্বতন্ত্র তদন্ত চলছে, অবশ্যই আজকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক আছে কিনা তা আমরা বের করার চেষ্টা করছি।
হরদীপ সিং নিজ্জার একজন কানাডিয়ান নাগরিক ছিলেন যিনি ভারতের খালিস্তানপন্থীদের নেতা ছিলেন। তাকে গত ১৮ জুন কানাডায় একটি গুরুদুয়ারার বাইরে গুলি করে হত্যা করা হয়েছিল। এই ঘটনার পর ভারত এবং কানাডার কূটনীতিক সম্পর্কে দ্বন্দ্বের জন্ম দেয়।









