আর্জেন্টিনা ও কানাডা ম্যাচ দিয়ে পর্দা উঠেছে কোপা আমেরিকার। আসরের প্রথম ম্যাচে কানাডাকে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচে বিরতির পর মাঠে আসতে কিছুটা সময়ক্ষেপণ করেছিল আর্জেন্টিনা। সেকারণে চটেছেন কানাডা কোচ জেসি মার্শ। শাস্তি দাবি করেছেন লিওনেল মেসি ও অ্যাঙ্গেল ডি মারিয়াদের।
আটলান্টায় শুক্রবার বাংলাদেশ সময় ভোরে গড়িয়েছিল লড়াই। উদ্বোধনী ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তে দল। প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে দুটি গোল হজম করে কানাডা।
বিরতির পর যথাসময়ে মাঠে নামার জন্য প্রস্তুত ছিল কানাডা। তবে মিনিট পাঁচেক দেরি করে আর্জেন্টিনা। বিষয়টি নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন কানাডা কোচ।
‘যখন ওরা অপেক্ষা করছিল, আমি জানতাম, তারা ভিডিও দেখছিল এবং আমাদের বিপক্ষে কীভাবে খেলবে তা বিশ্লেষণ করছিল। আমি আশা করি রেফারিরা বিষয়টি দেখবেন।’
‘যদি আমরা পাঁচ মিনিট দেরি করতাম, আমাদের জরিমানা করা হতো। বড় ধরনের ঝামেলায় পড়তাম। দেখা যাক, আর্জেন্টিনার ক্ষেত্রে কী ঘটে। আমার মনে হয়েছে ওদের জরিমানা করতে হবে। তারা কত দেরি করেছিল? ২০ মিনিট? ৩০?’
‘এটা অনেক লম্বা সময়। কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের বিপক্ষে কীভাবে খেলতে চায় এর প্রস্তুতি নেয়ার সময় পেয়েছে তারা। যদি আমরা সময়ের আগেই জানতাম যে, আমরা ১০ মিনিট বাড়তি সময় পাবো, তাহলে কিছু ব্যাপারে আরও ভালো প্রস্তুতি নিতে পারতাম।’
আগামী বুধবার ক্যানসাসে পেরুর বিপক্ষে নিজেদের পরের ম্যাচে খেলবে কানাডা। ৩০ জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে চিলির বিপক্ষে।









