আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর ডেমরায় নির্বাচনী গণসংযোগ করেছেন ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাজী মুহাম্মদ ইবরাহিম (হাতপাখা প্রতীক)।
শুক্রবার সকাল ১০টায় ৬৭ নম্বর ওয়ার্ডের আমতলা এলাকা থেকে গণসংযোগ শুরু করে তিনি ৬৮ নম্বর ওয়ার্ডের টেংরা, সারুলিয়া বাজার, রানীমহল, সফুরউদ্দিন মার্কেটসহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালান।
গণসংযোগকালে হাজী মুহাম্মদ ইবরাহিম বলেন, “আমরা পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে নেমেছি। দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত ইনসাফভিত্তিক ঢাকা-৫ গড়াই আমাদের লক্ষ্য। জনগণ যদি আমাদের সমর্থন দেয়, তাহলে হাতপাখার ভোটে বিপ্লব ঘটবে।”
তিনি আরও বলেন, হাতপাখা প্রতীক বিজয়ী হলে ঢাকা-৫ আসনের সর্বক্ষেত্রে উন্নয়ন হবে এবং এলাকাবাসী শান্তিতে বসবাস করতে পারবে।
গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।









