৮৯৪ দিন পর স্পটিফাই ক্যাম্প ন্যুতে ফিরেছে বার্সেলোনা। স্টেডিয়ামটির সংস্কারের কাজ চললেও অনুশীলন করেছে বার্সা। কবে নাগাদ পূর্নাঙ্গরুপে ম্যাচের জন্য মাঠটি প্রস্তুত হবে, তা এখনও নিশ্চিত নয়। নতুনরূপে এ মাঠ উদ্বোধনের সময় মেসিকে উৎসর্গ করে ম্যাচ রাখতে চান বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা।
শুক্রবার ন্যু ক্যাম্পে অনুশীলন করছে বার্সেলোনা। এটি ছিল সমর্থকদের সামনে একটি উন্মুক্ত প্রশিক্ষণ সেশন। এখনও স্টেডিয়ামটির সংস্কারের কাজ চললেও আনুমানিক ২২ হাজার দর্শকের সামনে অনুশীলন করছে কাতালনরা। সে সময় বার্সেলোনার সভাপতি দর্শকদের সামনে মেসিকে নিয়ে বক্তব্য রাখেন।
বলেছেন, ‘লিও মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যাম্প ন্যু পূর্ণরুপে উদ্বোধন করা একটি সুন্দর উপায় হবে। আমি লিওর জন্য একটি সম্মানসূচক ম্যাচ আয়োজন করতে পেরে আনন্দিত হব।’
২০২১ সালের গ্রীষ্মে আর্জেন্টাইন মহাতারকা বার্সেলোনা ছেড়ে দেন। পরবর্তীতে তিনি জানান, বার্সেলোনা সভাপতির কারণে তিনি ক্লাব ছেড়েছিলেন।
মেসি বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ৭৭৮টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৬৭২টি, করিয়েছেন ২৬৯টি। বার্সার হয়ে জিতেছেন ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ১০টি লা লিগা, ৩টি ক্লাব বিশ্বকাপ শিরোপা। তার ৮টি ব্যালন ডি’অরে’র ৭টি জিতেছেন বার্সায় থাকাকালীন।









