Site icon চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপ বাছাই: ফিলিস্তিনের বিপক্ষে খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলতে দেশ ত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইসরায়েলের সামরিক অভিযানের কারণে অ্যাওয়ে ম্যাচটি ফিলিস্তিনের বদলে কুয়েতে খেলবে হাভিয়ের ক্যাবরেরার দল। এর আগে সৌদি আরবের তাইফ সিটির কিং ফাহাদ স্পোর্টস স্টেডিয়ামে হবে লাল-সবুজের দলের ক্যাম্প।

শনিবার বিকাল ৪টা ৩৮ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৩৩৫ ফ্লাইটে জামাল ভূঁইয়ারা সৌদি আরবের পথে রওনা দেন। রাত নয়টায় লাল-সবুজের দলকে বহনকারী বিমান রাত ৯টা ৪০ মিনিটে জেদ্দা বিমানবন্দরে অবতরণ করবে।

১৭ মার্চ ক্যাম্প শেষ করে বাংলাদেশ দল কুয়েতে যাবে। ২১ মার্চ ফিলিস্তিনের সঙ্গে খেলবে বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ। কুয়েতের সঙ্গে সৌদি আরবের আবহাওয়ার মিল থাকায় ক্যাম্পটি খেলোয়াড়দের মানিয়ে নিতে সহায়তা করবে। সেখানে ক্যাবরেরার শিষ্যদের প্রস্তুতি ম্যাচ খেলানোর জন্য তৎপরতা চলছে। গত বছরের মার্চে দেশের মাটিতে ট্রাইনেশন কাপ খেলার আগে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ।

বাংলাদেশ দল ২২ মার্চ ঢাকায় ফিরবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচে অংশ নেবে।

Exit mobile version