বুধবার রাতে উয়েফা সুপার কাপের ফাইনালে ইতালিয়ান ক্লাব আটালান্টার বিপক্ষে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। মিডফিল্ডার ফ্রান্সের এদুয়ার্দো কামাভিঙ্গা চোটে পড়ে ফাইনালে খেলতে পারবেন না।
কামাভিঙ্গার চোট নিয়ে রিয়াল বলেছে, ‘আজকের ঘটনার প্রেক্ষিতে কামাভিঙ্গাকে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। তার বাম হাঁটু মচকে যাওয়ার কারণে লিগামেন্ট ছিঁড়ে গেছে। তার পুনর্বাসন পর্যবেক্ষণ করা হচ্ছে।’
এমন ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অবস্থা তুলে ধরেছেন কামাভিঙ্গা, ‘চোটের কারণে গভীরভাবে হতাশ হয়েছি এবং মৌসুমের শুরুটাতে থাকতে পারছি না। ফেরার জন্য কঠোর পরিশ্রম করব। গত কয়েক ঘণ্টায় আমাকে সমর্থনে বার্তা এবং শুভ কামনা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জেতায় দারুণ ভূমিকা ছিল কামাভিঙ্গার। মধ্যমাঠ দারুণভাবে আগলে রাখতেন ফরাসি তারকা।









