মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে একই ধাঁচে খেলে জয় তুলে নিয়েছে বাংলাদেশ, বলছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। শনিবার ফিফার দুই ম্যাচের আন্তর্জাতিক প্রীতি সিরিজে শেষ ম্যাচে ২-১ গোলে জয় তুলে নেয়ার পর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। প্রথম ম্যাচে হারের পর ক্যাবরেরার খেলার ধরন নিয়ে সমালোচনা করায় সম্প্রচার মাধ্যম টি-স্পোর্টসের দুই ধারাভাষ্যকারকে কড়া জবাব দেন।
ক্যাবরেরা বলেন, ‘আমার মনে হয় না প্রথম ম্যাচে যেমন খেলে হেরেছিলাম, আজকেও তার মধ্যে খুব একটা পার্থক্য নেই। আজকেও একই পরিকল্পনা ও আক্রমণ সাজিয়েছিলাম, প্রথম ম্যাচের মতো সুযোগ আসলেও কাজে লাগছিল না। আবারও একই পরিকল্পনায় আক্রমণ করছিলাম, যত সম্ভব সুযোগ তৈরির চেষ্টায় ছিলাম।’
‘একটা ভুল হয়েছে, কিন্তু সেটা খেলায় হয়ে থাকে। দ্বিতীয়ার্ধে আসল চেহারাটা দেখিয়েছে বাংলাদেশ। এখানে অনেকেই আছে (সাংবাদিকদের উদ্দেশ্যে) যারা এই দলটাকে বিশ্বাস করবে না। তাছাড়া প্রথম ম্যাচে হারের পর লজ্জাজনক সমালোচনাও হয়েছে দেখলাম।’
‘হেরে যাওয়া প্রথম ম্যাচে আজকের চেয়ে ভালো খেলেছিলাম। সেই একই ধরনের ফুটবল আজকেও খেলেছি, সেখানে কোনো পার্থক্য নেই। আমরা যদি এভাবে খেলি, জয় আমরা পাবো জানি। ম্যাচের প্রথমার্ধে আমরা ভালো মোমেন্টাম পেয়েছিলাম, সেটাই কাজে লাগিয়েছে। সম্ভবত আমাদের একটি ম্যাচ জয় কম হয়েছে যা পেলে র্যাঙ্কিংয়ে কিছুটা উন্নতি করা যেত।’
এদিন বাংলাদেশের প্রথম গোলটি করেন মুজিবুর রহমান জনি। ম্যাচে অতিরিক্ত সময়ে পাপনের করা গোলে মালদ্বীপের বিপক্ষে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ।









