২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচটি খেলতে বৃহস্পতিবার শিলংয়ে পৌঁছেছে লাল-সবুজের দল। সেখানে শুক্রবার প্রথমবার অনুশীলন করেছেন জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা। অনুশীলন মাঠ নিয়ে হতাশ বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা।
শুক্রবার বিকেলে শিলংয়ে নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির মাঠে বাংলাদেশ দল অনুশীলন করে। স্বাগতিকরা অনুশীলন সেরেছে ম্যাচের ভেন্যু জওহরলাল নেহেরু স্টেডিয়ামের টার্ফে। বাংলাদেশের জন্য বরাদ্দ অনুশীলন ভেন্যুটি ঠিকঠাক না হওয়াতে অসন্তুষ্ট ক্যাবরেরা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করেছেন তিনি।
‘এই মাঠ প্রস্তুতির জন্য আদর্শ নয়। কিন্তু আমাদের মানিয়ে নিতে হয়েছে। আমরা চেষ্টা করব, পরবর্তী অনুশীলনে ভালো সুযোগ-সুবিধা পাওয়ার। আশা করি, সেটা আমরা পাব। আজকের সেশনটা অনেকটাই পরিবেশের সঙ্গে মনিয়ে নেয়ার।’
প্রস্তুতির জন্য মূল ভেন্যু পাওয়ার বিষয়টা ফেডারেশনের উপর ছেড়েছেন কোচ। বলেছেন, ‘মূল ভেন্যুতে প্রস্তুতির সুযোগ পেলে ভালো হবে এবং আমরা অন্তত এক-দুইদিন মূল ভেন্যুতে অনুশীলন পাওয়ার চেষ্টা করছি। আমাদের ম্যানেজার এটা নিয়ে কাজ করছে। ফেডারেশন ও ম্যানেজারের দায়িত্ব এটি। তারা এটি দেখছে।’
বাংলাদেশ দলের সাথে মানিয়ে নিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। কোচ বললেন, ‘হামজা দলের সাথে মানিয়ে নিয়েছে এবং আমরা জানি, আমরা ভারত ম্যাচের জন্য প্রস্তুত। এ মুহূর্তে আমরা শুধু একই বিষয়টি নিয়েই ভাবছি।’









