আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে বিদায়ঘণ্টা বেজে গেছে ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার কাছে হারের পর আফগানিস্তানের কাছে হার। এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়েছে ইংলিশদের। এমন ভরাডুবিতে ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্ব ছাড়লেন জস বাটলার।
শনিবার করাচিতে আসরে নিজেদের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে নামবে ইংল্যান্ড। আগেরদিন সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়ার কথা জানান বাটলার। নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলা চালিয়ে যাবেন উইকেটরক্ষক-ব্যাটার।
অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় বাটলার বলেছেন, ‘এটাই সরে দাঁড়ানোর জন্য যথাযথ সময়, ইংল্যান্ডের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। এটি আমার জন্য সঠিক সিদ্ধান্ত এবং দলের জন্যও সঠিক সিদ্ধান্ত। আশা করি, বাজের (কোচ ব্রেন্ডন ম্যাককালাম) সঙ্গে এমন কেউ এসে যুক্ত হবে, যে এই দলের যেখানে থাকা দরকার, ঠিক সেখানেই পৌঁছে দেবে।’
জাতীয় দল জার্সিতে খেলা চালিয়ে যাওয়ার কথায় বাটলার বলেছেন, ‘অনুভূতি এখনও দুঃখ এবং হতাশায় জর্জরিত। আমি নিশ্চিত যে, সময়ের সঙ্গে সঙ্গে এটি কেটে যাবে। সত্যিই ক্রিকেট উপভোগ করাটা ফিরে পেতে চাই এবং নিশ্চিত যে, দেশের অধিনায়কত্ব করা ও এরসঙ্গে সম্পর্কিত সমস্ত বিশেষ ব্যাপারগুলো যে কতটা সম্মানের তা পেছনে ঘুরে তাকিয়ে অনুধাবন করতে পারব।’
২০২২ সালের জুনে ওয়েন মরগান সরে দাঁড়ানোর পর ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক হন বাটলার। ওই বছর অস্ট্রেলিয়ায় হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় দলটি। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয় ইংলিশদের। লিগপর্ব থেকে ছিটকে গিয়েছিল সপ্তম স্থানে থেকে। এরপর গতবছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বাদ পড়ে ইংল্যান্ড।
অধিনায়কের পদে বাটলারের উত্তরসূরি হতে পারেন হ্যারি ব্রুক। সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন তারকা ব্যাটার।








