ফেনীর সোনাগাজীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।
ঘটনাটি রবিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের আজিজ খান পাঠান বাড়িতে ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নাম শাহজাহান খান। তিনি স্থানীয় ভৈরব চৌধুরী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী।
ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে ৭/৮ জনের ডাকাত দল দরজার লক খুলে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ডাকাতরা আলমারি থেকে ১০ভরি স্বর্ণালংকার সহ মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদল চলে যাওয়ার পর তাদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসেন এবং থানায় ফোন করেন।
ডাকাতির পর সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান, সহকারি পুলিশ সুপার (সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান, সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল আলমসহ, পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনের (পিবিআই) একটি দল।
সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত চলছে। আশপাশের সডকের সিসি ক্যামরার ফুটেজ পর্যালোটনাসহ তথ্য প্রযুক্তির ব্যবহার করে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে।









