ঢাকার মিরপুরে প্রকাশ্যে এক মানি এক্সচেঞ্জের ব্যবসায়ীকে গুলি করে প্রায় ২২ লাখ নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে বাসা থেকে মিরপুর ১০ নম্বরে নিজের মানি এক্সচেঞ্জের অফিসে যাওয়ার সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান।
কোমরের বা পাশে গুলিবিদ্ধ হয়ে আহত ব্যবসায়ী মাহমুদুল ইসলাম (৫৫) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
তার বাসা মিরপুর ফায়ার সার্ভিসের পেছনে, শ্যালককে সঙ্গে নিয়ে বাসা থেকে টাকা ও বিভিন্ন বৈদেশিক মুদ্রাসহ তিনটি ব্যাগ নিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন তিনি।
এ সময় বাইকে এসে দুই অস্ত্রধারীসহ কয়েকজন তাদের গতিরোধ করে একরাউন্ড গুলি করে ব্যাগগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যবসায়ী পুলিশকে প্রায় ২২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার তথ্য দিয়েছেন।
সহকারী কমিশনার মিজান বলেন, “বাসা থেকে মিরপুর ১০ নম্বর গোল চত্ত্বর এলাকায় নিজের মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি পৌঁছালে গুলি করে টাকা ও বৈদেশিক মুদ্রাসহ ব্যাগগুলো ছিনিয়ে নেয়।”
বাইকে আসা হামলাকারী কতজন ছিল জানতে চাইলে তিনি বলেন, “এখানে বাইকে কয়েকজন ছিল, আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তাদেরকে শনাক্ত করতে কাজ করছি।”
এ ঘটনার একটি ভিডিওতে দুইজন অস্ত্রধারীকে দেখা গেছে, যাদের মধ্যে একজন একটি গুলি করেন এবং ওই ব্যবসায়ী সঙ্গে সঙ্গে সড়কে পড়ে যান। তখন একজন অস্ত্রধারী একটি বাইকে উঠে পড়েন, বাইকে আরও দুইজন ছিল। পাশে আরেকজন অস্ত্রধারীকে সামনে এগিয়ে যেতে দেখা গেছে।









