রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)–কে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় এবং দেশব্যাপী বিএনপির চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১১ জুলাই) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি রায়সাহেব বাজার ও তাঁতিবাজার হয়ে মিটফোর্ড হাসপাতালের সামনে গিয়ে পুনরায় একই পথ হয়ে ক্যাম্পাসে ফিরে আসে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং সারাদেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।
সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ৫ আগস্টের পর আমরা একটি চাঁদাবাজমুক্ত, শান্তিপূর্ণ বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু বিকেল গড়াতেই আবারও একদল সন্ত্রাসী চাঁদাবাজি শুরু করেছে। আমরা আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ সাজিদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না। প্রয়োজনে আবার জুলাই আসবে।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নূর নবী বলেন, এই পাথরটা যেন আমার বুকেই পড়েছে। ক্যাম্পাসে যেমন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল, মিটফোর্ডেও তেমন ঘটনা ঘটেছে। ৫ আগস্টে আমরা ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করেছি, এবারও করবো।
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, আমরা একটি শান্তিপূর্ণ ক্যাম্পাসের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সহযোদ্ধাদের ওপর হামলা হলে আমরা বসে থাকবো না। সারাদেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে প্রয়োজনে আবার রাস্তায় নামবো।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যবসায়ী সোহাগের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাস বন্ধ না হলে তারা আরও কঠোর আন্দোলনের পথে যাবে।









